সিলেট অফিস: মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিসের বাণী না মেনে মুসলিম পরিচয়দানকারী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওলামা পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা বলেন, ঈমানের কিছু মৌলিক বিষয় বা আক্বীদা রয়েছে। যেগুলোর কোন একটিকেও অস্বীকার বা সন্দেহ পোষণ করলে একজন মুসলমান ঈমানের গন্ডি থেকে বেরিয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো ‘খতমে নবুওয়ত’ এর আক্বীদা তথা আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ^াস করা। কিন্তু কাদিয়ানীরা এ কথা বিশ^াস করেনা। তারা প্রচার করে আমাদের নবীর পরে পাঞ্জাবের অধিবাসী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী হিসেবে আবির্ভূত হয়েছে। ঈমান ও আক্বীদার সম্পূর্ণ পরিপন্থী হিসেবে কাদিয়ানীরা মুসলিম হতে পারেনা।
গতকাল শনিবার সিলেট মহানগরীর রেজিস্ট্রারি মাঠে খতমে নব্যুওয়ত মহাসমাবেশে বাংলাদেশ ওলামা পরিষদের শীর্ষ আলেমরা একথা বলেন। এতে সভাপতিত্ব করেন ওলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মহসিন আহমদ, উপদেষ্ঠা মাওলানা আলীমুদ্দীন দূর্লভপুরী ও মাওলানা জিয়া উদ্দিন আব্বাসী।
বাংলাদেশ ওলামা পরিষদের উদ্যোগে দুপুর ১২ টায় শুরু হওয়া সমাবেশ বিকেল ৩ টার মধ্যে জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানস্থল রেজিস্ট্রারি মাঠ ছাড়িয়ে পাশ^বর্তী তালতলা, সুরমা মার্কেট পয়েন্ট, কামরান চত্বর, কোর্ট পয়েন্ট ও ক্বীন ব্রিজ এলাকা সমাবেশে পরিণত হয়। সিলেট বিভাগের চার জেলার কওমী মাদ্রাসার শিক্ষার্থী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীরা সমাবেশে যোগ দিয়েছেন।
সমাবেশে বক্তব্য দেন ওলামা পরিষদের উপদেষ্ঠা মাও. রশীদুর রহমান বরুনা, মাও. নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা নুরুল ইসলাম খান, মাও. মহিউল ইসলাম বুরহান, সহ সভাপতি মাও. রেজাউল করিম জালালী, মাও. মুস্তাক আহমদ খান, মাও. আহমদ কবীর বিন আমকুনি, সুনামগঞ্জের আহবায়ক মাও. আব্দুল বশির, ওলামা পরিষদ নেতা মাও. রেজওয়ান আহমদ ফুলতলী, সাবেক এমপি মাও. অ্যাডভোকেট শাহিনুর পাশা প্রমুখ। এছাড়া সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাও. মাহমুদুল হাসান।
সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন ওলামা পরিষদের নেতা মাও. আবুল খয়ের, মাও. মমশাদ, মাও. আহমদ সগীর, মাও. রশীদ আহমদ, মাও. আবুল হোসেন, মাও. সিরাজুল ইসলাম, মাও. নিয়ামতুল্লাহ।
কাওছার আহমদ
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর কাছ থেকে ন্যায় বিচার পাওয়া শুরু করেছি: জাহাঙ্গীর আলম