ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মু্খে রাজধানী কিয়েভের আশপাশের স্থানগুলো থেকে পিছু হটেছে রুশ সেনারা।
তবে ওই মুখপাত্র সতর্ক করে বলেছেন, রাজধানী কিয়েভে ঘিরে ফেলা ও পরবর্তীতে এটি দখল করার পরিকল্পনা মস্কোর এখনো রয়েছে।
ওলেক্সান্ডার মোতোজায়ানাক নামে ওই মুখপাত্র টিভিতে দেওয়া ব্রিফিংয়ে বলেন, রাজধানী কিয়েভের পাশের কিছু অংশ থেকে শত্রুদের (রুশ সেনাদের) ৭০ কিলোমিটার পিছু হটিয়ে দেওয়া হয়েছে। কিছু অংশে ৩৫ কিলোমিটার পিছু হটেছে তারা।
ওই ব্রিফিংয়েই একটি চমক জাগানিয়া দাবি করেছেন ওলেক্সান্ডার মোতোজায়ানাক।
তিনি দাবি করেছেন, রাশিয়া তাদের প্রতিবেশী দেশ বেলারুশে নতুন করে অস্ত্র মজুদ করছে। তার দাবি রাশিয়া নতুন করে কিয়েভে হামলা করার পরিকল্পনা সাজাচ্ছে। এ কারণে তারা বেলারুশে অস্ত্র মজুদ করার কাজ করা করে যাচ্ছে।
তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডারে এ বক্তব্যের সত্যতার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা