নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার কম্পানি রিসিভ করতে না আশায় বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। আজ শুক্রবার এয়ার এশিয়ার সাড়ে ৬টার ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এর আগে গত বুধবার রিক্রুটিং এজেন্সি গ্রীণল্যান্ড ওভারসীজ লিমিটেড ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কম্পানির জন্য ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। কম্পানি ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করলেও বাকি ১৯ জনকে রিসিভ করেনি। দুই দিন অপেক্ষা করে তাদেরকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা যায়, এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে তারা কোনো তথ্য পায়নি। তবে তাদের কেন ফেরত পাঠানো হয়েছে সে বিষয় খোঁজ নেবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
এ বিষয় কথা বলার জন্য রিক্রটিং এজেন্সি গ্রীণল্যান্ড ওভারসিস লিমিটেডের মালিক রেহেনা আরজুমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরো পড়ুন : এবার ভারতের আয়কর দপ্তর বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনল