পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ‘ক্লোজডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।
শিক্ষার্থীরা জানান, ১৯ নভেম্বর থেকে তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন থাকবে। একই সঙ্গে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী রেলক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হবে।
সোমবার বেলা ১১টা থেকে অবরোধ মহাখালী অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে অনেকগুলো জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ছাড়া মহাখালী ও এর আশপাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
অবরোধের একপর্যায়ে দুটি ট্রেন থামিয়ে তাতে হামলা করেন শিক্ষার্থীরা। এতে দুই ট্রেনে থাকা অনেকেই আহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। পরে বিকেল ৪টার পর অবরোধ তুলে নেন তারা।
এর আগে গত ২৪ অক্টোবরেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর সরকারি সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আরো পড়ুন : অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে অধ্যাদেশ জারি