খানসামায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ 

ক্রাইম নিউজ নারী পুরুষ প্রচ্ছদ মনোকথা হ্যালোআড্ডা

শাহ্ আলম শাহী,নিজস্ব প্রতিবেদক,দিনাজপুর থেকে:দিনাজপুরের খানসামা উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১ জানুয়ারি) আনুমানিক সকাল ১০টায় খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁ গ্রামের (হাজীপাড়া) নিজ শয়নকক্ষ থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার মারগাঁ গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (৩২)। সামছুন নাহার পার্শ্ববর্তী মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুন নাহারের। সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। প্রায় ৭ বছর আগে স্বামী-স্ত্রীর কলহের জেরে স্বামী রবিউল ও তার ছেলে বিষ পান করেন। এতে রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও তাদের ছেলের মৃত্যু হয়। এর দীর্ঘ কয়েক বছর পর গত ৯ মাস আগে তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু তাদের পারিবারিক সমস্যা লেগেই থাকত।

এলাকার মরিয়ম বেগম জানান,আজ রবিবার সকালে ঘর থেকে দীর্ঘক্ষণ বাচ্চার কান্না শুনতে পান স্থানীয়রা। এরপর তাদের ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ায় ঘরের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে তারা স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে একটি ইউডি মামলা লিপিবদ্ধ করা হয়েছে।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

অঅরো পড়ুন : ফিরে দেখা বাংলাদেশ-২০২২, হত্যসহ বিভিন্ন অপরাধের কিছু অংশ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *