গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে এবং ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট ৮৮,৭১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৪৭১ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ জন, বরিশাল বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং ঢাকা জেলার ১ জন রয়েছেন।
গত বছর ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।
আরো পড়ুন : চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতির জবাব দিল বাংলাদেশ