গভীর রাতে হাসপাতালে গেলেন এমপি, চিকিৎসা দিলেন প্রতিবন্ধী শিশুর

জনপ্রতিনিধি জাতীয় পুরুষ প্রচ্ছদ রাজনীতি লাইফ স্টাইল শিশু অধিকার হ্যালোআড্ডা

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে সদর গ্রামের অর্পণ নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপায়ন্তর না দেখে মুঠোফোনে অর্পণের বাবা অশোত ঘোষ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজকে সন্তানের অসুস্থতার কথা জানান।

তড়িঘড়ি করে তাড়াশ হাসপাতালে নিজে গাড়ি চালিয়ে ছুটে যান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। চিকিৎসাসেবা দিয়ে শঙ্কা মুক্ত করে তোলেন শিশু অর্পণকে। শনিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকের এ ঘটনা ঘটে।

অর্পণের বাবা অশোত ঘোষ বলেন, অর্পণের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। নিরুপায় হয়ে মুঠোফোনে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের শরণাপন্ন হয়। তিনি দ্রুত অর্পণকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আমিরুল ইসলাম আলভী বলেন, রাত ২টা ১০ মিনিটে স্যার জরুরি বিভাগে আসেন। কিছুক্ষণ পর অর্পণকে নিয়ে তার বাবা অশোত ঘোষ কাঁদতে কাঁদতে আসেন। অর্পণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। স্যার নিজেই অনেক সময় ধরে অর্পণের চিকিৎসা করেন ও সুস্থ করে তোলেন।

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, সংসদ সদস্য হলেও পেশায় একজন শিশু চিকিৎসক আমি। শিশুটির অবস্থা মুমূর্ষু ছিল। চিকিৎসাসেবা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে।

আরো পড়ুন : জেনে নিন অধিকাংশ ভারতীয় নেতারা কেন অ‌বিবা‌হিত  

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *