গলায় অভিযোগের প্ল্যাকার্ড ঝুলিয়ে এমপির বিচার চেয়ে রাস্তায় আওয়ামী লীগ নেতা

জনপ্রতিনিধি পুরুষ অধিকার প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

রাজশাহী প্রতিবেদক: গলায় অভিযোগের প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রধানমন্ত্রীর কাছে রাজশাহী-৩ আসনের এমপি (পবা-মোহনপুর) আয়েন উদ্দিনের বিচার চাইলেন সুরঞ্জিত সেন (৪৩) নামে একজন। তিনি গতকাল দুপুরে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে অবস্থান নেন। সুরঞ্জিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি। সুরঞ্জিতের গলায় ঝুলানো প্ল্যাকার্ডে লেখা- ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিন ও তার দুলাভাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি কর্তৃক নির্যাতনের শিকার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিরোধিতা করে ফেল করানো, এমপির ক্যাডার বাহিনী দিয়ে হামলা করে হত্যার চেষ্টা ও অর্ধপঙ্গু বানানো, ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে জাতি ধর্ম তুলে কটূক্তি গালিগালাজ করা। এই নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।’ এ সময় সুরঞ্জিত সেন বলেন, ‘আমার দাবিগুলো নিয়ে জিরোপয়েন্টে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি। আমি তার সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে আয়েন উদ্দিন এমপি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের পুকুর দখল করায়, হিন্দুরাই তাকে (সুরঞ্জিত) মেরেছিল। তার চিকিৎসার জন্য টাকা-পয়সা আমি দিয়েছি। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতি সপ্তাহে একবার করে সে আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে অভিযোগ করে।’

আরো পড়ুন : নারীদের আইপিএলও রমরমা, অর্থমূল্য ৪৬৬৯ কোটি রুপি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *