গাইবান্ধায় নানা আয়োজনে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত সফলতার গল্প হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় র‌্যালি আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দিকে একটি র‌্যালি জেলা শহরের বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতি সংস্থার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় ।

গাইবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি রেজাউল নবী রাজুর সভাপতিত্বে ও আজকের পত্রিকা গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতি ব্যক্তিত্ব ও জেলা জাতীয় পাটির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন, প্রবীন সাংবাদিক ও গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান খান আবু, সাহিত্যিক ও সাংবাদিক গৌতম গুহ আশীষ, সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রুমেল, সাংবাদিক মেহেদী বাবু, হারুন অর রশিদ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি, আমিনুল ইসলাম, জাহিদ হাসান, মোমেনুর সাগরসহ অনেকেই।

বক্তারা আজকের পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজ গঠন মূলক লেখার জন্য ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের মানুষের দু:খ দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়নমূলক কাজের চিত্র সংবাদ প্রচারের মাধ্যমে জনগণকে জানানোর ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। এর আগে অতিথিরা আজকের পত্রিকার প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ফারুক হোসেন, গাইবান্ধা

আরো পড়ুন : আজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *