গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর চরে উগ্যোক্তা চর মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এই চর মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্বপন ভট্রাচার্য্য এমপি ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহা পরিচালক খলিলুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক শুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম সহ অন্যরা । বক্তারা বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে । চরাঞ্চলের মানুষ যাতে পিছিয়ে না পড়েন সেজন্য সরকার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
এমফোর সির উদ্যাক্তা ফোরাম যমুনা নদীর ৩ শ চরবাসীদের উন্নয়নে কাজ করেন। চরাঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমুল্য পেতে আজ এই চর মেলার আয়োজন করা হয় । ২ দিন ব্যাপী যমুনার চরাঞ্চলে ৩০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন মেলায়।
ফারুক হোসেন
গাইবান্ধা।
আরো পড়ুন : বাংলাদেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ