গোবিন্দগঞ্জে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি: “সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলা সকল ধর্মাবলম্বী মানুষের আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে প্রায় ২ঘন্টাব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি সমাবেশ বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, আদিবাসী নেত্রী এমেলি হেম্্রম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট গোবিন্দগঞ্জ শাখার আহ্বায়ক দেবাশিষ চাকী কাজল, সাতরপাড়া গ্রামের হিন্দু ধর্মীয় নেতা অমল কুমার, গোবিন্দগঞ্জ নাটমন্দির কমিটির নেতা গোবিন্দ সাহা, সাংস্কৃতিক কর্মী তনু রায় প্রমুখ।
বক্তরা বলেন বাংলায় সকল ধর্মের মানুষের সহবস্থান শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে। কেউ এই সম্প্রীতি নষ্ট করলে দেশের মানুষ তা মেনে নেবে না। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ছাড়াও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে একটি সম্প্রীতি র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
গাইবান্ধায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
গাইবান্ধার ফুলছড়িতে অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা-বালাসীঘাট বটতলায় এলাকায় আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মিয়া,ব্যবসায়ী আনিছুর রহমান,রেজাউল ইসলাম,লালন মিয়াসহ আরো অন্যরা। মানববন্ধনে ন্থাানীয় রাজনীতিবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী, বিপুল সংখ্যক সাধারণ অংশ নেন।
বক্তারা বলেন, প্রশাসনের অবহেলার কারনে দিনের পর দিন বালু উত্তোলন করা হচ্ছে। সরকার কোটি কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ করা হয়েছে, অথচ সেখান থেকেই বালুউত্তোলন করা হচ্ছে। নদী ভাঙ্গন কবলিত এই এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। নদী রক্ষা কাজের অংশ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে, তা দ্রæত সময়ের মধ্যে বন্ধকরতে হবে।
ফারুক হোসেন, গাইবান্ধা।