গাইবান্ধার ৫টি আসনে ৩টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি সফলতার গল্প হ্যালোআড্ডা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলার ৫টি আসনের মধ্যে তিনটিতে নৌকার প্রার্থী ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বেসকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন। বিজয়ী প্রার্থীরা হলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার ৬৬ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ভোট। গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবির ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুর রশিদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক- ঈগল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী- ট্রাক প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মাহামুদ হাসান রিপন- নৌকা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৩৯৭ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে ৬৩ হাজার ৫২৬ ভোট। ওইসব আসনের মধ্যে গাইবান্ধা-১ ও ২ আসনে আওয়ামী লীগ-জাতীয় পার্টির সমঝোতায় এখানে নৌকার কোন প্রার্থী ছিলেন না বলে দলীয় সুত্রে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন : নিরঙ্কুশ জয় পাওয়ায় শেখ হাসিনাকে বিভিন্ন দেশের অভিনন্দন

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *