গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) প্রতীকে ৫৮৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান আতা (ঘোড়া) মার্কায় ভোট পেয়েছেন ৫২৩টি। আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) প্রতীকে ৬০ ভোট বেশি পেয়ে নিবার্চিত হয়েছেন।
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন-২০২২ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টায় রিটানিং অফিসার মো: অলিউর রহমান চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তলিব প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রার্থীসহ সমর্থকরা।
ফারুক হোসেন
গাইবান্ধা
আরো প ড়ুন : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার চ্যানেল আইতে দেখবেন