গাড়ি ভাঙচুরের মামলায় জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

আইন-আদালত পুরুষ অধিকার প্রচ্ছদ রাজনীতি

রাজধানীর মতিঝিল থানায় গাড়ি ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন মঙ্গলবার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। ইশরাকের পক্ষে ছিলেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

গত ৬ এপ্রিল মতিঝিল শাপলা চত্বর এলাকায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রকৌশলী ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। ওইদিন বিকেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

আরো পড়ুন : ২০২৩ সালের এসএসসি-এইচএসসির সিলেবাস হবে সংক্ষিপ্ত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *