ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৫০ ওভারের পরিবর্তে ৪১ ওভারে খেলা হবে।
টেস্টের পর বাংলাদেশ হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের সবচেয়ে শক্তির জায়গা ওয়ানডে সবার শেষে, এই ফরম্যাটে জিতে দেশে ফিরতে মরিয়া টাইগাররা।
আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হচ্ছে দুই ঘণ্টা দেরিতে। তাতে কমে গেছে খেলার দৈর্ঘ্যও, ম্যাচ হবে ৪১ ওভারে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস ও গুদাকেশ মোতি।
আরো পড়ুন : খালেদাকে ঈদের শুভেচ্ছা জানাতে বিএনপি নেতারা ফিরোজায়