যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) শোভাযাত্রায় গুলিতে ৬ জন নিহত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হঠাৎ বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে আতঙ্কে এদিক ওদিক ছুটছে।
গুলিবর্ষণের পর কর্তৃপক্ষ ছয়জন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে।
স্থানীয় খবর অনুযায়ী, নিয়মিত রুটে স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হওয়ার কয়েক মিনিট পরেই একটি দোকানের ছাদ থেকে এক বন্দুকধারী শোভাযাত্রায় গুলি চালাতে শুরু করে।
শিকাগোর উপকণ্ঠের স্বচ্ছল উপশহর হাইল্যান্ড পার্কের রাস্তায় ওই গুলির ঘটনা ঘটে। স্থানীয় পরিবারগুলো ফুটপাতে বসে কুচকাওয়াজ দেখছিল। ভিডিওর পরের দৃশ্যেই তাদের লাফিয়ে উঠে দৌড়াতে দেখা যায়। নেপথ্যে শোনা যায় কেউ চিৎকার করে বলছে ‘বন্দুকের গুলি হচ্ছে’। সূত্র: এনডিটিভি
আরো পড়ুন : পররাষ্ট্রসচিবের দেখা না পেয়েই ফিরে গেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত