রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় শহিদ নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা। নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে অবস্থান নিয়েছেন তারা।
অবস্থানকারীরা বলছেন, ফ্যাসিবাদি আওয়ামী নেতারা ফেরার চেষ্টা করছে। তারা আবার খুনের রাজত্ব করতে চায়। তাদের সেই সুযোগ দেওয়া হবে না।
শনিবার রাত ১২ টার দিকে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দেখা যায়, ছাত্রদল, বৈষম্য বিরোধী আন্দোলন ও গণঅধিকার পরিষদের ব্যানারে নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছে শতাধিক ছাত্রনেতা। অবস্থান নেওয়া অধিকাংশ নেতাকর্মীদের হাতে লাঠিসোটা।
অবস্থানকালে ‘শেখ হাসিনার ফাঁসি চাই, আবু সাইদের বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, দালালি আর করিশ না পিঠের চামড়া থাকবে না’সহ ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে দেখা গেছে অবস্থানরত নেতাকর্মীদের।
এসময় নূর হোসেন চত্বর, সচিবালয় গেট, গোলাপ শাহ মাজার, বাইতুল মোকাররম মসজিদ, পল্টনসহ গুলিস্তানের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে অবস্থানকারীদের।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, আওয়ামী লীগ একটি খুনি দল। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গণহত্যা করেছে। ওই খুনি হাসিনা ও তার দোসরদের স্থান বাংলার মাটিতে হবে না। এজন্য আমরা অবস্থান নিয়েছি। কোনোভাবে ফ্যাসিবাদি আওয়ামী ক্যাডারদের নামতে দেওয়া হবে না।
আরো পড়ুন : আওয়ামী লীগের জমায়েত হওয়ার ডাককে কেন্দ্র করে জিরো পয়েন্টে সতর্ক অবস্থানে পুলিশ