গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপি চেয়ারম্যান ও নাকাই ইউপি সদস্য পদে উপনির্র্বাচনে প্রার্থীদের মনোয়নপত্র দাখিল

জনপ্রতিনিধি নির্বাচন প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্র্বাচনে মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ রবিবার মোট ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মোস্তফা আশরাফুল ইসলাম ও আনিসুজ্জামান বিদ্যুৎ। এছাড়াও নাকাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, মোখলেছুর রহমান, মো: আপেল, আবুল কালাম আজাদ ও সিদ্দিকুর রহমান।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ জানান ইউনিয়ন দুটিতে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এদিকে আজ রবিবার বেলা ১১টার দিকে তালুককানুপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ আলম দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ৫মে উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুতে চেয়ারম্যানের পদ টি ও ১২ মে নাকাই ইউপি’র ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য সামসুল হুদার মৃত্যুতে পদটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার ।

ফারুক হোসেন,
গাইবান্ধা

আরো পড়ুন : সময় না নিয়ে তেমুখী এলাকার দৃশ্যপট পাল্টে দিলেন মেয়র আরিফ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *