গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

কৃষি জনপ্রতিনিধি জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ১৮ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউস ধান ও ৯৫ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে কৃষি অফিসের হল রুমে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা ই মাহমুদ, গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ কৃষকদের হাতে প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীস্মকালীণ পেঁয়াজ, রোপা আমন উফশী ও হাইব্রীড ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : গোবিন্দগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *