গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের সাবলম্বী করার লক্ষ ২শ ৮০ জন সুবিধাভোগীর মাঝে উন্নতজাতের ভেড়া বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে ভেড়া বিতরণ করেন। উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, ভেটেরিনারী সার্জন ডাঃ তানভির জাহান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের নেতা ডাঃ লাজারুস টুডু প্রমূখ। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবনমানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে এই ভেড়া বিতরণ করা হয়।
ফারুক হোসেন
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
আরো পড়ুন : বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা