গোবিন্দগঞ্জে জমি ও ঘর চেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে ভূমিহীনদের তালিকা হস্তান্তর

জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর চেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে ভূমিহীনদের তালিকা হস্তান্তর করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা।

১৯মার্চ২০২৩ইং রবিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক জনাব অলিউর রহমানের নিকট গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার গৃহহীন ও ভূমিহীনদের একটি তালিকা সহ জমি ও ঘর চেয়ে একটি আবেদন পেশ করা হয়।উল্লেখ যে,২১জুলাই২০২২ইং গোবিন্দগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। এ তথ্য সঠিক নয় ঘোষণা দিয়ে গত ০৬মার্চ২০২৩ইং গোবিন্দগঞ্জ শহীদ মিনার চত্বরে এক বিশাল ভূমিহীন -গৃহহীন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিশাল মিছিল গোবিন্দগঞ্জ পৌরবন্দর প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের পরামর্শে গৃহহীন -ভূমিহীনদের একটি তালিকা গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা সভাপতি জননেতা প্রণব চৌধুরী খোকন,গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পার্টির নেতা আবুল কাসেম, জহুরুল ইসলাম প্রমুখ।

ফারুক হোসেন, গাইবান্ধা

আরো পড়ুন : আজ ২০ মার্চ: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *