গোমস্তাপুরের যত খবর

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল শিক্ষা

গোমস্তাপুরে শিক্ষক দিবস পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: “শিক্ষকদের হাত ধরে শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেওপুরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাবউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ,রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল ইসলাম,খয়রাবাদ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, বহিপাড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির (বাবলু) প্রমুখ।

গোমস্তাপুরে মৎস্য বিভাগের অভিযান- আফ্রিকান মাগুর জব্দ, আড়তদারকে অর্থদন্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৬মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকালে থানা সংলগ্ন বাজারের একটি আড়তে মাছ বিক্রির সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে মাছ আড়তদারকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য বিভাগ গোমস্তাপুর থানা সংলগ্ন মাছ আড়তে অভিযান চালানো হয়। ওই সময় আড়তে অবৈধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা হচ্ছিল । সেখানে ভ্রাম্যমান আদালত এসে ৬মণ মাছ জব্দ করেন। পরে ভ্রামামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন মাছ আড়ৎদার সাদিকুল ইসলাম কে পাঁচ হাজার অর্থদন্ড দেন। এছাড়া গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এতিমখানা,চৌডালা কেন্দ্রীয় শিশুসনদ ও এতিমখানা, চৌডালা দারুস সুন্নাহ মহিলা এতিমখানা ও বিশ্বাসপাড়া এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসিরউদ্দিন ও ক্ষেত্র সহকারী সামিউল আলম।

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার পেঁয়াজ বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এগুলো বিতরণ করা হয়। গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা প্রধান অতিথি থেকে বীজ ও উপকরণ সামগ্রী কৃষকদের মাঝে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রাকিবউদ্দিন, হামিদুল হক, গানিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরের জন্য প্রণোদনা কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ৮ ইউনিয়ন ও রহনপুর পৌরসভার তিনশজন প্রান্তিক কৃষককে বিনামূল্যে এক কেজি বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দেওয়া হচ্ছে। এছাড়া খরচ হিসেবে দুই হাজার ৮০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেয়া হবে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন ।

গোমস্তাপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ইঁদুর মেরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রাকিবউদ্দিন, হামিদুল হক ও গানিউল ইসলাম, বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীরসহ কৃষকরা।

উল্লেখ্য,চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হয়ে আগামী নভেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এই ইঁদুর নিধন অভিযান।

আতিকুল ইসলাম আজম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : বিরামপুরে শিক্ষক দিবস পালিত।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *