গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উফসী রোপা আউশ ধান ও পাট বীজ পাচ্ছেন চার হাজার ৭০০ জন প্রান্তিক কৃষক । গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
উল্লেখ্য, ২০২২- ২০২৩ অর্থ বছরে খরিফ – ১/ ২০২৩- ২৪ মৌসুমে পাট (আঁশ) ও উফশী রোপা আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তার এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে উপজেলায় চার হাজার ৬০০ জনকে প্রান্তিক কৃষককে উফশী রোপা আউশ ধানের বীজসহ একশ জনকে পাটের বীজ দেওয়া হয় । প্রতিজন কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং বিঘা প্রতি ১০০ জনকে পাট বীজের বিতরণ করা হয় ।
আতিকুল ইসলাম আজম