গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমন ইন্টারেস্ট (সিআইজি) গ্রুপ কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৯টি পাওয়ার টিলার, একটি পাওয়ার স্প্রেয়ার ও ৩টি পাওয়ার প্রেসার রয়েছে।
রবিবার দুপুরে উপজেলা চত্বরে এইগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন প্রধান অতিথি থেকে কৃষি যন্ত্রপাতিগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
উল্লেখ্য, ২০২১-২২ইং অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম -ফ্রেজ || (এনএটিপি-২) AIF-২ ম্যাচিং গ্রান্ট উপ প্রকল্পের আওতায় সিআইজি কৃষক গ্রুপের মধ্যে কৃষি যন্ত্রপাতিগুলো বিতরণ করা হয়। যন্ত্রপাতিগুলো কিনতে সরকার ১৩ লক্ষ ৯৩ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানিয়েছেন।
আতিকুল ইসলাম আজম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : গোমস্তাপুরে একহাজার ৯০০জনঃকৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার