গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

জাতীয় প্রচ্ছদ শিক্ষা শিশু অধিকার শিশু/কিশোর হ্যালোআড্ডা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে শেখপাড়া ডিসিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম আব্দুল্লাহ আল আজিজ (১২)। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা নাইমুল হক মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৯ টার দিকে বাবার সঙ্গে আজিজ মোটরসাইকেল করে রোকনপুর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে শেখপাড়া গ্রাম সংলগ্ন ডিসিরমোড়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। ওই সময় মোটরসাইকেলের পিছনে থাকা ছেলে আজিজ ট্রাকের চাকায় পড়ে গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা আহতবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পথে কাশিয়াবাড়ি এলাকায় ছাত্র আজিজ মারা যান।

রোকনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বলেন, নিহত ছাত্র তাঁর প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এছাড়া তাঁর পিতা নাইমুল হক ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল্লাহ আল আজিজের অকাল এ মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত স্কুল ছাত্রের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে পরিবারের কাছে ওই ছাত্রের মরদেহ তুলে দেওয়া হয়েছে। ট্রাকটি স্থানীয় জনতা আটক রেখেছে । এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আতিকুল ইসলাম আজম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : মান্দায় সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে দিলো নির্মাণাধীন দোকান ঘর ও বাড়ি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *