গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুইদিন ব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্বোধনী সরঞ্জাম স্টলগুলোতে প্রদর্শন করছেন।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : গোবিন্দগঞ্জ থেকে চোরাই এস এস মালামাল উদ্ধার