গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দুর্নীতি প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুইদিন ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ও রানারআপ আলিনগর স্কুল ও কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় শেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা জয়নব খানম। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়ার হয়েছে। পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, সমাজ সেবক ও সংগঠক আফতাব উদ্দিন লালান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে মিলে সোচ্চার হতে হবে। সেইসঙ্গে সবাইকে এর বিরুদ্ধে সচেতন হওয়ার প্রয়োজন। তাঁরা আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে এই দুর্নীতি রোধ করা সম্ভব। উল্লেখ্য গত দুইদিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : আজ ১০ জুলাই: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *