গোমস্তাপুরে প্রতিবন্ধী যুবকের পা কাটা পড়ল ভারতীয় মালবাহী ট্রেনে

জাতীয় পুরুষ প্রচ্ছদ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ীতে ভারতীয় মালবাহী ট্রেনে দু’পা কাটা পড়ল এক মানসিক প্রতিবন্ধী (পাগল) যুবকের। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ভারতীর সিঙ্গাঁবাদ টু রহনপুর রেলপথের বাঙ্গাবাড়ী ইউনিয়নের জোড়গাছীয়া রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে।তবে ওই যুবকের এক পা বিছিন্ন ও অপর পা গুরুতর আহত হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মানসিক প্রতিবন্ধী হওয়ার একেকবার একেক ঠিকানা বলছে ওই যুবক।

ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ভারতীয় মালবাহী ট্রেন রহনপুর রেলষ্টেশন আসছিলেন। পথে বাঙ্গাবাড়ী ইউনিয়নের জোড়গাছীয়া রেল ব্রিজের কাছে স্থানীয় লোকজন এক ব্যক্তিকে আহতাবস্থায় দেখতে পান। পরে তাঁরা গোমস্তাপুর উপজেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে উপজেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন বলেন আহত যুবকের নাম ইউনুস আলী (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাশিয়ান গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে ছুটে যান। তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মানসিক প্রতিবন্ধী (পাগল) হওয়ার তাঁর সঠিক পরিচয় দিতে পারছিলেন না।
এ বিষয়ে রহনপুর ষ্টেশনের রেলওয়ে পুলিশ কর্মকর্তা কাওসার আলি ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *