গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচীতে বিজয় দিবস পালিত 

জাতীয় প্রচ্ছদ মুক্তিযুদ্ধ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, শিশুদের খেলধূলা, মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত, এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার দেওয়া হয়। এছাড়া বিকেলে ফুটবল ও কাবাডি খেলাসহ আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যথাক্রমে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগেের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আজম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী প্রমুখ। রহনপুর আহম্মদী বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ওই সময় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এদিকে উপজেলা আওয়ামীলীগ ও অংগ সগঠনের নেতাকর্মীরা সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি মাল্যদান করেন।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : চ্যানেল আই প্রাঙ্গণে উদযাপিত হলো বিজয় মেলা ২০২২

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *