গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আমবাগান থেকে নুর নেহার (৬৬) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা তৈসুদ্দিনের স্ত্রী। গোমস্তাপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি আরও জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
পরিবার ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃদ্ধা নুর নেহার শনিবার রাতে কোন এক সময় বাড়ি থেকে বেড়িয়ে যান। তাঁকে না পেয়ে রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। সকালে স্থানীয়রা ওই গ্রামের সংলগ্ন আমবাগানে আম কুড়াতে এসে বৃদ্ধা নুর নেহারের ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দেন তাঁরা। এদিকে পুলিশ খবর পেয়ে ওই গ্রাম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। ওই বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে এই ঘটনায় ঘটাতে পারে বরে পরিবার ও স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করছেন।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : অলিম্পিকে বাকপ্রতিবন্ধি ওয়াকিয়ার স্বর্ণপদক জয়ে আনন্দের জোয়ারে ভাসছে ভোলাহাট