গোমস্তাপুরে বোয়ালিয়া আইপিএম মডেল ইউনিয়নের কার্যক্রম নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়

কৃষি জনপ্রতিনিধি প্রচ্ছদ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া আইপিএম মডেল ইউনিয়নের কার্যক্রম নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আলমপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) কমলারঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক ড.পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচারের উপপরিচালক বিমল কুমার প্রামানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, কৃষক আব্দুল আওয়াল, নারী কৃষক লিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীবউদ্দীন ও ফজলুর রহমান সহ স্থানীয় কৃষকরা।

প্রধান অতিথি কমলা রঞ্জন দাস বলেন, সারা বাংলাদেশের মধ্যে ২০ টি উপজেলার মধ্যে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নকে আইপিএম মডেল হিসেবে ঘোষণা করা হয়। আপনাদের ভাগ্য আপনাদের করতে হবে। আপনাদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এদেশে এক ইঞ্চি জমি যেন খালি না থাকে। করোনাকালীন কৃষি বিভাগের ৪৪জন কর্মকর্তা মারা গেছেন। আমরা চেষ্টা করি সীমিত সম্পদের মধ্যে কেউ যেন না খেয়ে থাকে। নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরি নিশ্চিত করতে পারে সেদিকে চিন্তা ভাবনা করছি। কৃষকদের ভাল বীজ ও সার দেওয়া হচ্ছে। তিনি বলেন মাটি থেকে আমরা বেশি ফলন পেতে চাই,তাহলে আমরা অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে। এ সার ব্যবহার করলে মাটির ভিতরে বায়ু চলাচলে করে। মাটি নরম থাকে অক্সিজেন ভিতর ঢুকে যায়। মাটির উর্বরা বৃদ্ধি পাবে। রাসায়নিক সার ব্যবহার করে মাটির ক্ষতি সাধিত হয়। আইপিএম পদ্ধতি ব্যবহার আপনারা সবজি চাষাবাদে কম খরচে বেশি আয় করেছেন। পরে তিনি আলমপুরে নিরাপদ সবজি উৎপাদন এলাকা পরিদর্শন করেন।
এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন বোয়ালিয়া বাজারে নিরাপদ সবজি বাজার তৈরি করা হবে।

আতিকুল ইসলাম আজম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : বিরামপুরের যত থবর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *