গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভেজাল কীটনাশক বীজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে দুপুরে রহনপুর কলোনীমোড়স্থ আদর্শ বীজ ভান্ডারে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী।
উপজেলা কৃষি বিভাগ ও আদালত সূত্রে জানা যায়, রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে আদর্শ বীজ ভান্ডারে মালিক মালিক মনিরুল ইসলাম ভেজাল কীটনাশক বিক্রি করে আসছিলেন। এই সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন এপি নম্বরবিহীন কীটনাশকের মোড়ক সম্বলিত পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড দেন ওই ব্যবসায়ীকে। পরে ভেজাল কীটনাশকগুলো নষ্ট করে পুঁতে দেওয়া হয়।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : নওগাঁয় টিসিবির কার্ড আটকিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ