গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিএনজি (অটোরিকশা) ধাক্কায় তিন বছরের শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সোবহাননগর কলোনী মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নুর মোহাম্মদ ( ৩)। সে রহনপুর পৌর এলাকার সোবহাননগর কলোনী মহল্লার বাসিন্দা মৃত খোকনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে শিশু নুর মোহাম্মদ ওই মহল্লার রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে সিএনজি তাঁকে ধাক্কা দেয়। সে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরে চিকিৎসা নেওয়ার সময় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক বলেন, কোন অভিযোগ না থাকায় শিশুটির পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়েছে।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : ভোলাহাটে গোল্ড কাপ চূড়ান্ত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত