গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো নামক একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী উত্তর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক নেশা মোহাম্মদ মন্টুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার মোহতামিম, ইমাম, শিক্ষকরা। বিচারকের দায়িত্বে ছিলেন, রাজশাহী জেলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সাংগঠনিক সেক্রেটারী হাফেজ মাওলানা হাসান মামুন ও হাফেজ ক্বারী মাওলানা মোঃ বাইরুল ইসলাম। দিনব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৭ টি মাদরাসার ৬০জন হিফজ বিভাগের শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশগ্রহন করেন। পরে গ্রুপের সেরা পাঁচ জনকে নির্বাচিত করা হয়। তিনটি গ্রুপের মোট ১৫ জন প্রতিযোগিকে বিজয়ী করা হয়।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মেয়র আরিফের ‘শান্ত¡না পুরস্কার’ উপদেষ্টা