কালীগন্জ (গাজীপুর) প্রতিনিধি: গ্লোবাল টিভির অফিসের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসী মুন্নার গ্রেফতারের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে অন্যতম সাংবাদিক সংগঠন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।
কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মু শফিকুল কবির, কালীগঞ্জ প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা কাজী ফরিদ আহমেদ, কালীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, সহ -সভাপতি মাহাবুল আলম মারুফ,সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত খন্দকার, অর্থ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ কাজল,ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহ্ নেওয়াজ, নির্বাহী সদস্য মোঃ মাহবুবুর রহমান, সদস্য মারুফ হাসান, সদস্য আলমগী হোসেন, আলমগীর মোল্লা, মুন্সেপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মোঃমোকারম হোসেন, মাওলানা ওলি উল্লাহ সহ স্হানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠন এর নেতৃত্ব বৃন্দ।
বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হলে রাজধানীতে গ্লোবাল টিভি ভবনের সামনে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা কখনও ঘটতো না। অবিলম্বে সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতার না করা হলে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
সভাপতি এই মানব বন্ধনে উপস্থিত হওয়ার জন্য কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।
মোঃ ইব্রাহীম খন্দকার
কালীগন্জ (গাজীপুর)
আরো পড়ুন : জানুন পদ্মা সেতুর বিস্তারিত