চকবাজারে হার্ডওয়্যারের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস

রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ উদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, চকবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লাগার ঘটনায় আমাদের ৬টি ইউনিট কাজ করছে। এরপর আরও চারটি ইউনিট যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এরশাদ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন : ‘আমাদের আছে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *