চলন্ত গাড়িতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফ্তার ২

আইন-আদালত নারী ধর্ষণ প্রচ্ছদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরায় চলন্ত গাড়িতে এক তরুণীকে গত রোববার ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এই দুজন আজ মঙ্গলবার ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ২৫ ডিসেম্বর (রোববার) ভুক্তভোগী তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি ভবনে যান। সেখানে এ দুজনকে আটকে রেখে টাকা দাবি করেন চারজন। এই চারজনের মধ্যে সিজান, রায়হান ছিলেন।

মোহাম্মদ মহসীন বলেন, ওই চারজন ওই তরুণ–তরুণীকে হুমকি দেন, টাকা না দিলে ‘আপত্তিকর’ অবস্থায় পাওয়া গেছে, এমন কথা তাঁদের অভিভাবককে জানানো হবে। ভয়ে ভুক্তভোগী তরুণীর বন্ধু টাকা আনতে বাইরে যান। পরে একটি প্রাইভেট কারে তুলে বিভিন্ন স্থানে ঘুরে চারজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে ওই তরুণীকে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত চারজনই পেশায় গাড়িচালক। ভুক্তভোগী তরুণী একটি বিউটি পারলারে চাকরি করেন।

আরো পড়ুন : ভারতে হোটেলের তিনতলা থেকে পড়ে রুশ ধনকুবেরের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *