চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মির্জা ফখরুলের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।
মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য এবারও সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। তবে এবার সিঙ্গাপুর সুপ্রিম ভাস্কুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেবেন মির্জা ফখরুল।
রাহাত আরা বেগমের সম্প্রতি ঢাকার এভারকেয়ার হাসপাতালে একটি অস্ত্রোপচার হয়। তিনি চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে। চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তারা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
আরো পড়ুন : ইহুদি বর্বরতা বাড়ছে ফিলিস্তিনি মুসলমানের ওপর : বারিয়া আলামুদ্দিন।