‘চিনিকান্ডে’ বিতর্কিত সিলেট ছাত্রলীগ

অনুসন্ধানী অর্থনীতি পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

সিলেট অফিস: ভারতীয় চিনি চোরাচালানের নিয়ন্ত্রণ ও টাকা ভাগাভাগি নিয়ে মারামারির অভিযোগে বিতর্কিত হয়ে পড়েছে সিলেট ছাত্রলীগ। নগরীর ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক ও মহানগরের সম্পাদক সহ অন্তত ২০০ জনকে আসামি করে সিলেট মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতে মামলা দায়ের করলে ছাত্রলীগের বিতর্কিত কর্মকান্ডগুলো সামনে আসে। তবে ছাত্রলীগের নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন তাদের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।

অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন জানান, সিলেট জেলা ও মহানগরের ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে তিনি ফেসবুকে কয়েকটি পোস্ট করেন। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে তিনি পোস্টগুলো মুছে ফেলেন। এই পোস্টের জেরেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে জেলা ও মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়াপাড়া পয়েন্টে জড়ো হন। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁর দাড়িয়াপাড়াস্থ বাসায় হামলা চালায়। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পূজনকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পায়ে স্পিøন্টার বিদ্ধ হয়ে পূজন আহত হন। পরে হামলাকারীরা মিছিল দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ হেলমেট পরিহিত অবস্থায় এ হামলায় নেতৃত্ব দেন বলে পূজন জানান ।

এ ঘটনার পরদিন শুক্রবার নগরীর বানিজ্যিক এলাকা কালিঘাটের ব্যবসায়ী ও সিসিকের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ভারতীয় চিনিকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বরাবরে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে তারা বলেন, বেশ কিছুদিন ধরে ভারতীয় চিনিকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসী টাকা ভাগাভাগি ও আধিপত্য কায়েম করতে বিভিন্ন সময় সিলেট বিভাগের অন্যতম পাইকারি মালামাল বিক্রয় কেন্দ্র কালিঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন ও মারামারিতে লিপ্ত হন। এতে এলাকায় ভীতি সঞ্চার হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হন। এছাড়া পার্শ্ববর্তী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম উৎকণ্ঠার মধ্যে থাকেন। তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ চোরাকারবারিদের দাপট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সামীম, ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি এম এ মতিন, তাঁতীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কালাম আহমদ, কালীঘাট শাহনূর মাদ্রাসার সাধারণ সম্পাদক কামাল আহমদ, ছড়ারপার জামে মসজিদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মুরাদ আহমদসহ কালিঘাট ছড়ার পার এলাকার ব্যবসায়ী ও শ্রমিকনেতৃবৃন্দ।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাদের বক্তব্য শুনেন এবং এ ব্যাপারে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তাঁতীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কালাম আহমদ বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যারা অন্যায় করবে তাদের বিরদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার থাকবে।

এদিকে হামলার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট জজ কোর্টের অ্যাসিসটেন্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন রবিবার জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, সিসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইনঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অন্তত ২০০ জনকে আসামি করে সিলেট মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে একটি মামলা দায়ের করেন। তাঁর উপর হামলা ও বাসা ভাংচুরের অভিযোগ এনেছেন। পরে দুপুরে সিলেট মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালত ও দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক সুমন ভূঁইয়া কোতোয়ালি থানাপুলিশকে এজাহারটি দ্রæত বিচার আইনে নথিভুক্ত করার নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন।

এদিকে, অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের বাসায় হামলার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদাত, বরিকুল ইসলাম বাধন, মাইনুল হাওলাদার ও আইন সম্পাদক মো. তাওহীদ বনি। তাদেরকে দ্রæততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সিলেটে ছাত্রলীগ সুসংগঠিত ও শক্তিশালী। ছাত্রলীগের এ অগ্রযাত্রা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। ষড়যন্তকারীদেরকে তৃণমূলের কর্মীরা প্রত্যাখান করবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, প্রবাল চৌধুরী পূজন একজন আইনজীবি ও শান্তিপ্রিয় মানুষ। তাঁর ওপর যারা হামলা করেছে তাদেরকে দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দেওয়া হোক।

কাওছার আহমদ

আরো পড়ুন : গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *