জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ধারাবাহিকতায় ২৫ মে সকাল ১১:০৫ মিনিটে প্রচার হবে খ্যাতনামা চিত্রগ্রাহক ও নির্মাতা রফিকুল বারী চৌধুরী নির্মিত গানের বিশেষ অনুষ্ঠান ‘লেটো গানের আসর’। অংশ নিয়েছেন সাদিয়া আফরিন মল্লিক, শাহীন সামাদ এবং খিলখিল কাজী। বিকেল ৩:০৫ মিনিটে রয়েছে নজরুলের গল্প অবলম্বণে নির্মিত চলচ্চিত্র ‘ প্রিয়া তুমি সুখী হও’। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে ফেরদৌস আরার পরিবেশনায় একক সঙ্গানুষ্ঠান ‘মোর প্রিয়া হবে’। পরিচালনা করেছেন সোহেল রানা বিদ্যুত। রাত ১১:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।
ওইদিন দুপুর ১:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে নজরুল’। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সন্ধ্যা ৬:২০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। অংশ নিয়েছেন ফাতেমা-তুজ-জোহরা। রাত ৭:৫০ মিনিটে দেখানো প্রচার হবে ঐক্যডটকম ডটবিডি-চ্যানেল আই ‘সেরাকণ্ঠ -২০২৩‘এর বিশেষ পর্ব। পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।
এছাড়া ওইদিন ২৫ মে রাত ১টায় এবং সকাল ৯:৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান। সকাল ৭:৩০ মিনিটে রয়েছে চ্যানেল আই এর প্রতিদিনের আয়োজন ‘গান দিয়ে শুরু’ এর’ বিশেষ পর্ব। দুপুর ১২.০৫ মিনিটে প্রচার হবে ফ্রেশ-প্রিমিয়াম টি বিশেষ ‘তারকাকথন’। পরিচালনায় অনন্যা রুমা। এ পর্বে থাকবে নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং নজরুল বিশয়ক স্মৃতিচারণ। দুপুর ১:০৫ মিনিট প্রচার হবে নজরুলের চলচ্চিত্র থেকে গান ‘এবং সিনেমার গান’। পরিাচলনায় এস আরমান। অনুষ্ঠানগুলো নিবেদন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।
আরো পড়ুন : গাজীপুর সিটি নির্বাচনে ইসি’র পরীক্ষায় প্রার্থীর ইশতেহার