জমজমাট নির্বাচনি প্রচারনা, স্বতন্ত্র ঠেকাতে মরিয়া নৌকার প্রার্থীরা

জনপ্রতিনিধি জাতীয় নির্বাচন প্রচ্ছদ বিনোদন মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার মাঠে ব্যস্ততা শুরু হয়েছে প্রার্থীদের। আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট চাচ্ছেন। একই সঙ্গে মাঠে রয়েছেন জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের অঙ্গীকার। বিভিন্ন এলাকার অলি-গলিতে এখন উৎসবের আমেজে নির্বাচনি প্রচার চলছে। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন আসনে প্রার্থীরা নির্বাচনি গণসংযোগ চালিয়েছেন।

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোলাইমান সেলিম লালবাগ এলাকায় গণসংযোগ করেছেন। একই আসনের জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রচারণা চালিয়েছেন। ঢাকা-১৭ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ক্যান্টনমেন্ট বালুরঘাট এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল ও স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন। ঝিগাতলা এলাকায় ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস গণসংযোগ করেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫৩, ৫৪ ও ৫৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা ধোলাইপাড় এলাকায় গণসংযোগ করেন। একই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম গণসংযোগ করেন। ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদের উত্তরা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে মাঠে ছিলেন স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরী। তিনি পল্টন, মতিঝিল ও কাকরাইল এলাকায় গণসংযোগ করেন।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম মোহরা এলাকায় কেটলি প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, নারী সমাবেশ করেছেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম, নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। চট্টগ্রাম-১ আসনের নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।

চট্টগ্রাম-১১ আসনের নৌকার প্রার্থী এম এ লতিফ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া চট্টগ্রাম-২ আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব, মোমবাতি প্রতীকের মুহাম্মদ হামিদ উল্ল্যাহ, চট্টগ্রাম-৬ আসনের নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১২ আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোমবাতি প্রতীকের এম এ মতিন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবসহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।

নওগাঁ প্রতিনিধি : হাই কোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়ে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন। একই আসনে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার ও জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের নিজ কান্দি গ্রামে উঠান বৈঠক করেন।

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূইয়া প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন গণসংযোগ করে যাচ্ছেন। গতকাল উপজেলার ভূলতা ইউনিয়নের গাউছিয়া মার্কেটগুলোর পাঁচ শতাধিক দোকানদার ও ব্যবসায়ীর সঙ্গে গণসংযোগ করেন।

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-৩ আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার বাদশা আলমগীর জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান সদর উপজেলার টেঙ্গাখালী, মাধবপুর, হাজিপুর, ফুলবাড়ি, আলাইপুর, আলমখালী বাজার, ইছাখাদা বাজার, বাল্য, দক্ষিণ মির্জাপুর, বাগেরহাট বাজার, রাজিবের পাড়া ও কাটাখালী এলাকায় পথসভা করেন। বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় সদর উপজেলার বেমরতা ও কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ, পথসভা ও জনসভা করে গণসংযোগ করেন।

জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং মহল্লায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে লাঙলের প্রতীকে ভোট চেয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন সদর উপজেলার আকচা ইউনিয়নে গণসংযোগ করেন। নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-১ আসনে আওয়ায়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিম চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠক করেন। নোয়াখালী-৪ আসনে আওয়ায়ামী লীগের নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা করেন। বরিশাল : বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মিছিল এবং গণসংযোগ করেছেন নেতা-কর্মীরা।

আরো পড়ুন : অনেক প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্যে গরমিল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *