জমে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচন

জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ হ্যালোআড্ডা

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: জমে উঠেছে, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।  আজ মঙ্গলবার ( ০৪ এপ্রিল) শেষ দিনে ১৫ টি পদের বিপরিতে বিক্রি হয়েছে ১০৪ টি মনোনয়ন পত্র।

নির্বাচন পরিচালনা কমিটির সদদ্য জেলা সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি সুলতান উদ্দীন কামাল বাচ্চু জানান,৩ এপ্রিল ৪৩টি এবং আজ শেষ দিন বিকেল ৫ টা এপর্যন্ত ৬১ টি সহ মোট ১০৪ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ৬ এপ্রিল।

জেলার এ গণমাধ্যমকর্মীদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক দল, শিল্পপতি, ক্রিড়াবিদ, সাংস্তৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী সচেতন মহল। বিছিন্নভাবে দু’একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর কথা থাকলেও মূলত: দু’টি প্যানেলে হবে নির্বাচন। লড়াই,হবে হাড্ডা-হাড্ডি। এ যেনো অস্তিত্ব টিকে থাকার লড়াই।

শান্তিপূর্ণভাবে আগামি ১৭ এপ্রিল বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সমাজ সেবা অফিসার মো.মাইনুল ইসলাম।

তিনি জানান, দিনাজপুর প্রেসক্লাবে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৬৫ জন। এর মধ্যে জাতীয় সংসদের সাবেক হুইপ,মিজানুর রহমান মানু,বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই প্রেসক্লাবের সদস্য।

এ নির্বাচনকে ঘিরে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রেসক্লাবে সংবাদকর্মীদের অড্ডা মনে থাকছে। যারা দীর্ঘদিন প্রেসক্লাবে আসেননা,তাদেরও পদচারণ পড়ছে প্রেসক্লাব চত্বরে। সব মিলে জমজমাট প্রেসক্লাব।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : দিনাজপুরের বিরল স্থল বন্দর পূণাঙ্গভাবে চালু হবে-ভারতীয় সহকারি হাইকমিশনার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *