‘জাগো বাহে, তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গের প্রাণ ফিরাও’, ন্যায্য পানির হিস্যা চেয়েছে জাককানইবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

মঙ্গলবার (২১ অক্টোবর) তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রংপুর ডিভিশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দোলনচাঁপা ও শিউলিমালা হল এবং প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে চির উন্নত মম শির প্রাঙ্গণে শেষ হয়।

এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গের প্রাণ ফিরাও’, ‘ভারত যদি বন্ধু কও, ন্যায্য পানির হিস্যা দেও’, ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও’-এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অ্যাসোসিয়েশনের সভাপতি এমএসএইচ সাব্বির বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে অবদমিত হয়েছে। আমরা বারবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলেছি, কিন্তু কোনো সরকারই তা করতে পারেনি। কারণ, তারা বরাবর ভারতের আনুগত্যে থেকেছে। যদি কেউ ভারতের আনুগত্য করতে চায়, আমরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেব।

সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন রোমা বলেন, তিস্তা নদীর প্রাকৃতিক বৈচিত্র্য এবং এর দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলো প্রজন্মের পর প্রজন্মের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর উত্তরবঙ্গের মানুষ তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আমরা চাই তিস্তা নদী আর অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে ফিরে আসুক।

মানববন্ধনে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী প্রমিস বলেন, আমরা চাই না, উত্তরবঙ্গের মানুষ আর তিস্তার পানির জন্য কাঁদুক। সরকারের উচিত জাতীয় স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।

উল্লেখ্য, ২০১১ সালে প্রস্তাবিত তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের মতবিরোধের কারণে এখনো স্বাক্ষরিত হয়নি। ফলে শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ কমে গিয়ে নদী প্রায় শুকিয়ে যায় আর বর্ষায় অতিপ্রবাহে দেখা দেয় ভয়াবহ বন্যা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষি উৎপাদন প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেতে পারে এবং প্রায় দুই কোটি মানুষের জীবিকা সরাসরি উপকৃত হবে।

আরো পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির প্রতিনিধিদল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *