বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ আসনে জাতীয় নির্বাচনে আবারও চমক দিতে মাঠে নামছেন হিরো আলম। এবার যেন তাঁর জয় কেউ না নিতে পারে সেজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। সরকারিভাবে ভোট গ্রহণের জন্য নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। আর ভোটের দিনে কোনো ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হলে তিনি ভোটে জিতবেন বলে জানিয়েছেন। ৩০ নভেম্বর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণ অধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে ২৯ নভেম্বর বগুড়া-৪ আসন থেকে একতারা মার্কার সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছিলেন হিরো আলম। গণ অধিকার পার্টির জাতীয় জোট বাংলাদেশ কংগ্রেসের ডাব মার্কা নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত এই প্রার্থী। হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ জানান, বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের জাতীয় জোটবদ্ধ দল গণ অধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দেওয়া হয়েছে।
হিরো আলম জানান, মানুষ তাঁকে ভালোবাসে। এ ভালোবাসার কারণে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
আরো পড়ুন : যেভাবে কাজ করতে চান ববি