অফিস ডেস্ক# জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে (ইংরেজি উপস্থিত বক্তৃতা) বিষয়ে দেশ সেরা হলেন সরকারি ব্রজমোহন কলেজের জি. এম. শাহরিয়ার রিফাত। গত ১৯এ জুন, ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, মাউসির মহাপরিচালক ও শিক্ষা সচিব।
গত ৫ ও ৬ জুন সমগ্র দেশে চলমান জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে পেছনে ফেলে ইংরেজি উপস্থিত বক্তৃতার মতো জটিল বিষয়ে তুলনামূলক অবহেলিত অঞ্চলের হয়েও নিজের মেধা, নিষ্ঠা ও শ্রম বলে জাতীয় পুরস্কার- স্বর্ণপদক জিতলেন জি. এম. শাহরিয়ার রিফাত। এর আগেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় দুইটি বিষয়ে অংশগ্রহণ করে একাধারে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেন। তার এই অভাবনীয় সাফল্যের জন্য তার নিজ জেলা পটুয়াখালীবাসী গর্বিত। রিফাত পটুয়াখালী জেলাধীন ছোট বিঘাই ইউনিয়নের জনাব জাহাঙ্গীর আলম ও রেহানা পারভীনের প্রথম সন্তান। তার মাতা পিতা ও ছোট ভাই দেশবাসীর কাছে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া প্রত্যাশা করেছেন।