জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০: শ্রেষ্ঠ ছবি যৌথভাবে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’

টেলিভিশন প্রচ্ছদ বিনোদন সিনেমা

২০২০ সালের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে যৌথভাবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গাজী রাকায়েতের ‘গোর’ এবং সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। তথ্য মন্ত্রণালয় ২০২০ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে মঙ্গলবার ১৫ ফেব্র“য়ারি। ‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গেল বছরের মে মাসে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যেও করেছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম। একজন ‘গোর’ খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, দীপান্বিতা মার্টিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, শামীমা তুষ্টি প্রমুখ।
অন্যদিকে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রুম্মান রশীদ খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি। পাশাপাশি ফজলুর রহমান বাবু, চম্পাসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *