জামায়াতের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ‘মিছিল’ নিয়ে থানায়

আইন-আদালত জনপ্রতিনিধি পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : গাজীপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় ‘মিছিল’ নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জমায়েত হন তারা। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ।

গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম মো. শফিকুল সিকদার (৩৮)। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৩ সালের ৮ সেপ্টেম্বর করা মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির তালিকায় ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শফিকুল সিকদারের নাম রয়েছে।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৮ সালের আগে শফিকুল সিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। অন্য একটি দলের নেতারা তাকে (শফিকুল) দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন।

এ কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামায়াতের নেতা-কর্মীরা থানায় গিয়েছিলেন বলে জানান তিনি।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সেলিম বলেন, ‘শফিকুলের নামে নিয়মিত (রাজনৈতিক) মামলা আছে। তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা জামায়াতের নেতা-কর্মীরা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি।’

আরো পড়ুন : আওয়ামী লীগ যখনি ক্ষমতায় আসে তখনি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *