জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।
বৃহস্পতিবার কলম্বোয় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এত কম রানে থামিয়ে দেওয়ায় বড় ভূমিকা ছিল শ্রীলঙ্কা অধিনায়ক হাসারাঙ্গার। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
হাসারাঙ্গা বল হাতে নেন ইনিংসের অষ্টম ওভারে। জিম্বাবুয়ের রান তখন ৩ উইকেটে ৫৭। এরপর তার বোলিং ঘূর্ণিতে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামে।
শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন মহিশ তিকসানা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ব্রায়ান বেনেট।
জবাব দিতে নেমে ৫৫ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ২৩ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এ ছাড়া কুশল মেন্ডিস ৩৩ এবং ধনঞ্জয়া ডি সিলভা করেন অপরাজিত ১৫ রান। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন শন উইলিয়ামস।
আরো পড়ুন : বিপিএলের দশম আসর শুরু হচ্ছে আজ