ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে অস্ত্র চাইছেন। রোববার বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি পশ্চিমা সরকারগুলোর কাছে ইউক্রেনের জন্য যুদ্ধবিমান, ট্যাংক, ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন।
শনিবার গভীর রাতের একটি ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ভারি অস্ত্রগুলো, যা ইউরোপের স্বাধীনতাকে রক্ষা করতে পারে, সেগুলো ব্যবহারের পরিবর্তে মজুত থেকে থেকে ধুলো জড়ো হচ্ছে। এসময় প্রেসিডেন্টকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখা যায়।
জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়ার যুদ্ধবিমানকে মেশিনগান দিয়ে গুলি করা যায় না।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ন্যাটো কী করছে? এটা কি রাশিয়া চালাচ্ছে? তারা কিসের জন্য অপেক্ষা করছে? ৩১ দিন হয়ে গেছে। আমরা ন্যাটোর কাছে যা আছে, তার মাত্র এক শতাংশ চাইছি, এর বেশি কিছু নয়।
এদিকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বিবিসিকে জানিয়েছেন, তার দেশ সোভিয়েতের তৈরি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অস্ত্রাগার ইউক্রেনে পাঠাতে ইচ্ছুক যদি একটি প্রতিস্থাপন করা যায়।