ঝালকাঠিতে ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, ট্রাক চালক কারাগারে

ক্রাইম নিউজ জাতীয় প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) কে বহন করা গাড়ীর সাথে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি মিনি ট্রাকে থাকা পাইপের সাথে ডিসির গাড়ীর ডান পাশে ধাক্কা লাগে। ২৪ মার্চ শুক্রবার দুপুর আনুমানিক পৌনে ১টার সময় জেলা প্রশাসককে বহন করা সরকারী গাড়ি শহরের পৌর মিনিপার্ক এলাকা দিয়ে চাঁদকাঠি চৌমাথার দিকে যাওয়ার সময় পৌরমিনিপার্ক মোরে বিপরীতমুখী বেপরোয়া গতির একটি মালবাহী মাঝারী আকারের ট্রাকে (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯) থাকা পাইপের সাথে সরকারি গাড়ীতে ঘসা লাগে, এ সময় সময় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ঐ গাড়িতে ছিলেন।

এ বিষয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিলো প্লাষ্টিকের পাইপ ভর্তি ট্রাকটি। চালক গাড়িটি সঠিক নিয়ন্ত্রন না করে জেলা প্রশাসকের গাড়িটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডিপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে আসেন।

এ ঘটনায় জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি ও নির্বাহী মেজিস্ট্রেট অংছিং মারমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দিয়ে জীবনহানির আশংকা এবং সরকারি সম্পদের ক্ষতি সাধনের অপরাধে ট্রাক চালক মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে পারভেজ মোল্লাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আসামিকে কারাগারে পাঠিয়েছেন। একই সাথে ট্রাকটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় প্রেরণ করেন একই সাথে গাড়ি মালিকের কাছে ট্রাকটি হস্তান্তরের পূর্বে গাড়িটির যাবতীয় কাগজপত্র যাচাইপূর্বক অত্র মামলার অর্থদন্ড ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করার জন্য সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)কে নির্দেশ প্রদান করেন।

চালক পারভেজ মোল্লা ন্যাশনাল পলিমার গ্রুপের মালামাল ডেলিভারির কাজ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

এ বিষয় জেলা প্রশাসক জানান, ঐ সময় তিনি তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তার দক্ষ চালকের চেষ্টায় বড়ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন বলে শুকরিয়া আদায় করেন।

আরো পড়ুন : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *